দুর্গন্ধের সূত্র ধরে পাওয়া গেল নবজাতকের মরদেহ
সকাল থেকেই দুর্গন্ধ পাচ্ছিলেন কর্মচারীরা। পরে খোঁজাখুঁজি করে দুপুরের দিকে বেকারির পেছনে গিয়ে দেখা গেল ঝোপের ভেতর পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ।
পরে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল মান্দ্রা এলাকার ফাহাদ বেকারির পেছন থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম আলমগীর হোসেন জানান, এ ব্যাপারে শ্রীনগর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
এফএ/এমএস