দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৬ অক্টোবর ২০১৭

মুন্সিগঞ্জ সদরের পুরাতন কাচারী এলাকা থেকে কাজী জান্নাতুল নাঈম প্রভাতকে (১৪) তুলে নিয়ে ছুরিকাঘাতের পর জেলা স্টেডিয়ামে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকাল ৯টায় এঘটনা ঘটে। এরপর স্থানীয়া রক্তাক্ত অবস্থায় প্রভাতকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কাচারীর সোনালী ব্যাংক এলাকা থেকে মো. আশিক (১৫) ও মো. ইকরামসহ (১৬) ৩-৪ জন যুবক কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের ৯ম শ্রেণির ছাত্র প্রভাতকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে মাঠপাড়া এলাকার জেলা স্টেডিয়ামে নিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, ঘটনার পরপরই দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় ভিটির শিলমন্দী এলাকার মো. ফিরোজ মল্লিকের ছেলে ইকরামকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।