দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে রাজৈরের যুবক নিহত


প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৮ জুন ২০১৫

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মাদারীপুর জেলার রাজৈরের সোহেল শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে মরদেহ পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। নিহত সোহেল শেখ উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারী গ্রামের সেকেন শেখের বড় ছেলে।

দক্ষিণ আফ্রিকার প্রবাসী নিহতের ছোট ভাই রুবেল শেখ জানায়, জীবিকার জন্য প্রায় সাত বছর আগে বড় ভাই সোহেল শেখ দক্ষিণ আফ্রিকায় আসেন। সোহেল শেখ আমটাটা নামক শহরে একটি মুদির দোকানী ছিলেন। তিনি ওই শহরের একটা ভাড়া বাসায় থাকতেন।

গত ১৫ জুন রাত ১২টার দিকে এক দল সন্ত্রাসী সোহেলের ঘরে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। এ সময় তারা ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর বুধবার রাতে বাংলাদেশে মরদেহ পৌঁছায়। বৃহস্পতিবার সকালে মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়।

নিহতের বাবা সেকেন শেখ বলেন, ছেলে বিদেশে গিয়েছিলো অর্থ-উপার্জন করে সংসারের সব দুঃখ দুর করবে। কিন্তু ওই দেশের সন্ত্রাসীর তা হতে দিলোনা।

একেএম নাসিরুল হক/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।