জাজিরায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলেকে কারাদণ্ড
সরকারি আইন অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে শরীয়তপুরের জাজিরা উপজেলায় আট জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাজিরা উপজেলার মাঝিরঘাট ও পালেরচর এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে পাঁচ মণ ইলিশসহ আট জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আনোয়ার মাদবর (৩৫), নাজির হোসেন (৩৯), দাদন মুন্সী (৫০), জুলহাস শেখ (৩৫), নুর হোসেন (৩০), আল ইসলাম (৩০), আনোয়ার হোসেন (৩৫) ও নিশান (২২)।
জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জল কুমার রায় নৌ পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। পরে আটকদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহেলা রহমত উল্লাহর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আইন অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে প্রত্যেককে ১৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আর পাঁচ মণ ইলিশ মাছ এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা।
ছগির হোসেন/আরএআর/আরআইপি