ঈদে লঞ্চের উপর কড়া নজরদারি থাকবে: নৌপরিবহন মন্ত্রী
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, এবারের ঈদে লঞ্চের ধারণ ক্ষমতার বাইরে কোনো যাত্রী তুলতে দেয়া হবে না। অতিরিক্ত যাত্রী চাপ যখন থাকবে তখন ফেরিতে করে তাদের পারাপার করা হবে। এবারের ঈদে লঞ্চের উপর কড়া নজরদারি থাকবে, যাতে অতিরিক্ত কোনো যাত্রী তুলতে না পারে। শুক্রবার সকালে মাদারীপুর লঞ্চঘাট এলাকায় শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নৌমন্ত্রী আরো বলেন, গত বছরের ৪ আগস্ট এমভি পিনাক-৬ লঞ্চডুবির পর ১১টি ছোট লঞ্চ বন্ধসহ বর্ষার মৌসুমে বেশ কয়েকটি ছোট লঞ্চ বন্ধ করে দেয়া হয়েছে। এবং ছোট লঞ্চ চলতে দেয়া যাবে না। মন্ত্রী এসময় বর্ষায় ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন।
এসময় নৌমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ অন্যরা।
পরে মন্ত্রী মাদারীপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র সংক্রান্ত সভায় অংশগ্রহণ করেন।
এ কে এম নাসিরুল হক/এমজেড/এমএস