ফুটবল খেলাকে কেন্দ্র করে মানিকগঞ্জে সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৭:৫০ এএম, ০৮ অক্টোবর ২০১৭

মানিকগঞ্জের সিংগাইরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে সেলিম মালিক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার নবগ্রাম খেলার মাঠে এ ঘটনা ঘটে। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেলিম।

সেলিম সিংগাইরের বলধারা ইউনিয়নের ডিগ্রিবাধা গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় পোল্ট্রি খামারি ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. হযরত আলী জানান, সিংগাইর উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদ নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪ দল বিশিষ্ট শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।

শনিবার বিকেলে ওই টুর্নামেন্টের কবি নজরুল একাদশ বনাম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান দলের খেলা চলছিল। খেলার মাঝে হঠাৎ করে ফাউলকে কেন্দ্র করে উভয় দলের খেলোয়াড়দের সংর্ঘষে বাধে। এসময় টিম ম্যানেজার সেলিম সংর্ঘষ থামাতে এগিয়ে এলে অপর দলের খেলোয়াড়রা তাকে এলোপাথাড়ি মারপিট করে।

এতে গুরুতর আহত সেলিমকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেলিম।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বি.এম খোরশেদ/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।