ঢাকায় আনা হচ্ছে তহুরাকে, সুস্থ আছে তৌফা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১২:২২ পিএম, ০৮ অক্টোবর ২০১৭

দেশব্যাপী আলোচিত কোমরে জোড়া লাগানো জমজ সন্তান তৌফা ও তহুরার মধ্যে তহুরাকে অসুস্থতাজনিত কারণে ঢাকায় আনা হচ্ছে। রোববার সকালে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

পরে বিকেল সোয়া ৪টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রাম থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্সে করে রওনা দেন তহুরার মা সাহিদা বেগম, বাবা রাজু মিয়া। সেই সঙ্গে জমজ বড় বোন তৌফা ও খালা শরিফা আক্তারও আসছেন ঢাকায়।

রোববার গাইবান্ধা জেলা সদর হাসপাতালে সরেজমিনে আধঘণ্টা দুই শিশুর সঙ্গে থেকে দেখা যায়, ব্যাটারিচালিত অটোরিকসা নিয়ে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টার দিকে তৌফা ও তহুরা যখন পৌঁছে তখন বাবা রাজু মিয়ার কোলে তৌফা ঘুমাচ্ছিল। আর মা সাহিদা বেগমের কোলে চুপচাপ ছিল তহুরা। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে। সেখানে সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এ বি এম আবু হানিফ ও শিশু চিকিৎসক ডা. আবুল আজাদ মন্ডল তহুরার বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করেন।

Gaibandha-Photo-(2)

এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক ডা. সাহনুর ইসলামের সঙ্গে মুঠোফোনে পরামর্শ করা হয়। পরে তহুরাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দেয়া হয়।

এ সময় সেখানে উপস্থিত জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোসনেত আরা বেগম, সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইয়াকুব অলী মোড়ল, সাংবাদিক আরিফুল ইসলাম বাবু, শাহাদাৎ হোসেন মিশুক ও রওশন আলম পাপুল।

পরে তহুরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন ডা. এ বি এম আবু হানিফ। এখানের বেশির ভাগ সময়ই তৌফা ছিল হাশিখুশি। আর তহুরা ছিল নিশ্চুপ। এর মধ্যে নড়াচাড়া করার সময় তহুরা কয়েকবার কান্নাকাটিও করেছে। এরপর সকাল ১১টার পর কাশদহ গ্রামের উদ্দেশ্যে রওনা দেন তারা।

Gaibandha-Photo-(2)

তোফা-তহুরার মা শাহিদা বেগম জাগো নিউজকে বলেন, সপ্তাহ দুয়েক আগে তহুরার জ্বর এসেছিল। তারপর সে সুস্থ হয়। এরপর থেকে সে খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছে। এখন শারীরিকভাবে তহুরা অনেকটা দুর্বল। সে বেশির ভাগ সময় চুপচাপ থাকে। আর শারীরিক ওজনও অনেক কমে গেছে। তৌফা সুস্থ আছে।

এ বিষয়ে ডা. এ বি এম আবু হানিফ জাগো নিউজকে বলেন, তহুরার স্বাস্থ্য পরীক্ষা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কথা বলা হয়েছে। তার পরামর্শক্রমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তহুরার খাওয়ায় অরুচি রয়েছে। তবে এখন আর জ্বর নেই। তৌফা ভালো আছে। তার কোনো সমস্যা নেই।

উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর কোমরে জোড়া লাগানো অবস্থায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামে নানার বাড়িতে তৌফা ও তহুরার জন্ম হয়। এরপর ৭ অক্টোবর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মলদ্বার একটি থাকায় পরে গত ১৬ অক্টোবর প্রথম অস্ত্রোপচার করা হয়।

এরপর চলতি বছরের ১ আগস্ট তাদেরকে আলাদা করার জন্য করা হয় দ্বিতীয় অস্ত্রোপচার। পরে সুস্থ হলে গত ১০ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে গাইবান্ধায় ফিরে তৌফা ও তহুরা।

রওশন আলম পাপুল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।