কোলের সন্তানকে পানিতে ছুড়ে পালাল মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:১২ এএম, ০৯ অক্টোবর ২০১৭
প্রতীকী ছবি

মানিকগঞ্জে কোলের শিশু সন্তানকে পানিতে ছুড়ে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। সোমবার সকালে জেলার ঘিওর উপজেলার শোলধারা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত তাহা ইসলাম (৮ মাস) নামে শিশুটি ওই দম্পতির একমাত্র সন্তান ছিল। ঘটনার পর থেকে শিশুটির মা জাহানারা বেগম পলাতক রয়েছেন। শিশুটির বাবা সোহেল মিয়ার অভিযোগ তার স্ত্রী মেয়েকে হত্যা করে পালিয়েছে।

প্রাথমিক তদন্তে পারিবারিক ঝগড়া-বিবাদের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার সকালে বানিয়াজুরি ইউনিয়ন পরিষদ রাস্তার পাশে একটি পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ভ্যানচালক সোহেল শিশুটি তার সন্তান বলে শনাক্ত করেন। পুলিশ স্থানীয়দের সহায়তায় সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে।

শিশুটির বাবা সোহেল মিয়া জানান, প্রায় তিন বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার দেড় গ্রামের জাহানারা বেগমকে তিনি বিয়ে করেন। বিয়ের পর তাদের সন্তান হচ্ছিল না। অনেক সাধনার পর তাদের কোলজুড়ে কন্যা সন্তানটি আসে। নাম রাখা হয় তাহা ইসলাম।

তিনি আরও জানান, রোববার সকালে তাহা ইসলাম খাট থেকে পড়ে যায়। এ নিয়ে তিনি জাহানারাকে গালমন্দ করেন। এর জের ধরেই সবার অগোচরে সোমবার সকালে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন জাহানারা। সকাল থেকে অনেক খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যাচ্ছিল না। শিশুটির বাবার অভিযোগ তার স্ত্রীই মেয়েকে পানিতে ছুড়ে ফেলে হত্যার পর পালিয়ে গেছে।

ঘিওর থানার এসআই মজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক ঝগড়া-বিবাদের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে। শিশুটির বাবার অভিযোগ তার স্ত্রীই মেয়েকে হত্যা করেছে। তবে তার স্ত্রীকে পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

বি.এম খোরশেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।