নেত্রকোনায় পানিতে ডুবে ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৯ অক্টোবর ২০১৭

নেত্রকোনার মোহনগঞ্জ ও মদন উপজেলায় পানিতে ডুবে তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে বালালী গ্রামে কাকিয়াজুরী বিলের পানিতে ডুবে বালালী গ্রামের আনিছ মিয়ার ছেলে হাবিবুল্লাহ (৪) ও একই গ্রামের রহিছ মিয়ার ছেলে মোতাহার (৫) মারা যায়।

এলাকাবাসাী ভাসমান অবস্থায় তাদের নিথর দেহ বাড়ির পেছনের কাকিয়াজুরী বিল থেকে উদ্ধার করে। তিয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান ফকর উদ্দিন আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, জেলার মোহনগঞ্জ উপজেলার বটতলি-বানিহারী ইউনিয়নের লতিয়াকোণা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মানিক মিয়া (৪২) নদীর ধারে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। অপরদিকে একই উপজেলার নারাইচ গ্রামের মিন্টু মিয়ার ছেলে জয় (৮) খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

মোহনগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারী জিন্নাত আলী জাগো নিউজকে বলেন, মানিক মিয়ার মৃগী রোগ ছিল। সে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। অপরদিকে আরেকটি শিশু খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

কামাল হোসাইন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।