দিনাজপুরে সবজির দাম কমলেও বেড়েছে কাঁচা মরিচের দাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৩০ এএম, ১০ অক্টোবর ২০১৭

দিনাজপুরে খুচরা ও পাইকারী বাজারে সবজির দাম কমলেও বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজিতে কাঁচা মরিচের দাম বেড়েছে ৫০/৬০ টাকা। বর্তমানে এক কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। তবে হিলিতে এই মরিচ প্রকার ভেদে ১০০ টাকা থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

জেলার সুইহারী এলাকার অ্যাডভোকট মিন্টু কুমার পাল বলেন, অতি বৃষ্টি ও ভারি বর্ষণের ফলে এলাকায় বন্যা হওয়ায় চাষিরা ঘুরে দাঁড়াতে আগাম সবজি চাষ করেছে। এরই ফলে বাজারে নতুন সবজি উঠতে শুরু করেছে। তাই সবজির দাম কিছুটা কমেছে।

দিনাজপুর শহরের বাহাদুর বাজার ও চক বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শসা ৩৪ টাকা, লম্বা বেগুন ৩০ টাকা, গোল বেগুন ৩৫ টাকা, সিম ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, মুলা ২৮ টাকা, চিচিঙ্গা ৫৫ টাকা, আলু (দেশি) ২২ টাকা, অন্যান্য আলু ১৪ থেকে ২০ টাকা,গাজর ৪৮ টাকা, করলা ৪০ টাকা, পটল ৩০ টাকা, পেঁপে ১৫ টাকা, কচুর লতি ৩০ টাকা, বরবটি ৪০ টাকা ও মটরশুটি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া মাঝারি আকৃতির ফুলকপি প্রতি কেজি ৫০ টাকা, পাতাকপি প্রতি কেজি ৪৫ টাকা, প্রতি পিস লাউ ২০ থেকে ৩০ টাকা, জালি কুমড়া ২০ থেকে ৩০ টাকা, প্রতি হালি কাঁচকলা ২০-২৫ টাকা ও লেবু প্রতি হালি ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ভারত থেকে আমদানি করা এসব কাঁচা মরিচ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হচ্ছে। কাঁচা মরিচ আমদানিতে টন প্রতি ১৯ হাজার ৬০০ টাকা শুল্ক-কর দিতে হচ্ছে বলে জানিয়েছেন আমাদানিকারক বাবলুর রহমান।

শারদীয় দুর্গা পূজা ও আশুরা উপলক্ষ্যে ৭দিন বন্ধ থাকার পর গতমঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়েছে। গত (৩ অক্টোবর) বন্দর দিয়ে ২টি ট্রাকে ১৭ টন, ৪ অক্টোবর বন্দর দিয়ে ৩টি ট্রাকে করে ২৪ টন ও ৫ অক্টোবর ৭টি ট্রাকে ৫৬ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। আর গত সেপ্টেম্বর মাসে বন্দর দিয়ে ৩২টি ট্রাকে ৩০৭ টন কাঁচা মরিচ আমদানি হয়েছিল।

jagonews24

হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ প্রকারভেদে (ট্রাকসেল) ৯৫ টাকা থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েক দিন আগে এসব কাঁচা মরিচ প্রকারভেদে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয়েছে।

অপরদিকে বাংলাহিলি বাজার খবর নিয়ে জানা গেছে, ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ খুচরা ১০০ টাকা থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এসব কাঁচা মরিচ ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হয়েছে। আর দেশি জাতের কাঁচা মরিচ ১০০ টাকা থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থল বন্দরের কাঁচা মরিচ আমদানিকারক বাবলুর রহমান, হারুন উর রশীদ ও আনোয়ার হোসেন জানান, দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে কুষ্টিয়া, ঝিনাইদহ, সরিষাবাড়ি, বগুড়া, সারিয়াকান্দি ও মেহেরপুরসহ বিভিন্ন এলাকায় কাঁচা মরিচের আবাদ হয়। এসব এলাকায় অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের খেত নষ্ট হয়ে উৎপাদন কম হয়েছে। তাই দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম। চাহিদা মেটাতে ও দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। কিন্তু ভারতেও অতিবৃষ্টি ও বন্যায় কাঁচা মরিচের খেত নষ্ট হয়ে উৎপাদন কম হয়েছে। এ কারণে কয়েকদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম দ্বিগুণ হয়ে গেছে।

এমদাদুল হক মিলন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।