জামালপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৮১
জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার ৮১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার জেলার সাত উপজেলায় অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধী, সাজাপ্রাপ্ত আসামি মাদক ব্যবসায়ীসহ মোট ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া অপরাধকে নির্মূল করতে জামালপুর পুলিশের বিশেষ এই অভিযানের ফলে জামালপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা যাবে। পরে গ্রেফতারদের আইন অনুযায়ী আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
শুভ্র মেহেদী/এএম/আইআই