সিরাজগঞ্জে জামায়াতের আমিরসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:০৮ এএম, ১১ অক্টোবর ২০১৭

সরকারবিরোধী আন্দোলনের সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলায় সিরাজগঞ্জ পৌর জামায়াতের আমির শহিদুল ইসলামসহ তিন জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ শহরের এস.বি ফজলুল হক রোড, পৌর এলাকার ভাঙ্গাবাড়ী এবং মাছুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শহরের এস.বি ফজলুল হক রোডের বাসিন্দা ও ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, মাছুমপুর মহল্লার অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ ও ভাঙ্গাবাড়ী মহল্লার জিহাদ হাসান।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বুধবার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলনের সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।

এর মধ্যে শহিদুল ইসলাম ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাকি দুইজনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। গ্রেফতারদের আদালতে সোর্পদ করা হবে বলেও জানান ওসি হেলাল উদ্দিন।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।