শৌচাগারের গ্রিল ভেঙে পালাল হত্যা মামলার আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১১ অক্টোবর ২০১৭

নেত্রকোনার পূর্বধলায় হত্যা মামলায় গ্রেফতার এক আসামি পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে আসামি রুবেল মিয়া বাথরুমে যান। সেখান থেকে গ্রিল ভেঙে পালিয়ে যান তিনি।

পলাতক রুবেল মিয়া (২৫) পূর্বধলার গরুয়াকান্দা গ্রামের মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিনের ছেলে। গত সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, থানায় কর্তব্যরত উপপরিদর্শক এসএম মোজাম্মেলসহ আসামির দায়িত্বে তফাজ্জল হোসেন, মানিক মিয়া, মাসুদ রানা ও কামরুল ইসলাম মোট চারজন পুলিশ সদস্য ছিলেন। তাদের মধ্যে কনস্টেবল তফাজ্জল হোসেন সার্বক্ষণিক আসামির দায়িত্বে ছিলেন।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম জাগো নিউজকে জানান, পলাতক ওই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। পালিয়ে যাওয়ায় তার নামে আরও একটি মামলা হয়েছে। দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কামাল হোসাইন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।