নিখোঁজের একদিন পর রগ কাটা অবস্থায় স্কুলছাত্র উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:১৩ পিএম, ১১ অক্টোবর ২০১৭

মানিকগঞ্জের শিবালয়ে নিখোঁজের একদিন পর হাত বাঁধা ও রগ কাটা অবস্থায় বিশ্বজিৎ সরকার নামে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে এলাকাবাসী। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে শিবালয় উপজেলা পরিষদ কমপ্লেক্সের অদূরে একটি নির্মাণাধীন ভবনের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।

বিশ্বজিৎ সরকার উপজেলার টেপড়া কালিবাড়ি গ্রামের কাঠ মিস্ত্রী মতিলাল সরকারের ছেলে এবং শিবালয় অক্সফোর্ড একাডেমির ৮ম শ্রেণির ছাত্র।

আহত স্কুলছাত্রের বাবা মতিলাল সরকার জানান,মঙ্গলবার বিকেল থেকে তার ছেলে হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও রাতে তার কোনো সন্ধান মেলেনি। বুধবার সকালে উপজেলা পরিষদের অদূরে একটি নির্মাণাধীন ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় এক নারী তাকে প্রথমে দেখতে পান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। মুমূর্ষু অবস্থায় থাকায় চিকিৎসক তাকে সেখান থেকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন।

তিনি আরও জানান,ছেলে সুস্থ হলেই কে বা কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানা যাবে।

মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বদরুল আলম চৌধুরী জানান, বিশ্বজিতের বাম হাতের রগ কেটে গেছে। তার শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তার অবস্থা আপতত আশঙ্কামুক্ত।

শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উদ্ধার হওয়া ছাত্রটি মুমূর্ষু অবস্থায় থাকায় তার পরিবারের সদস্যরা সবাই হাসপাতালে রয়েছে। এ কারণে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বি.এম খোরশেদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।