নেত্রকোনায় সন্তান হত্যার দায়ে বাবাসহ ২ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৮:১৯ এএম, ২১ জুন ২০১৫

নেত্রকোনায় ১০ বছরের ছেলে আলমগীরকে হত্যার দায়ে বাবাসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ. হামিদের আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২৪ নভেম্বর ২০০৫ সালে নেত্রকোনা সদরের ফচিকা গ্রামে গিয়াস উদ্দিন (৩৫) পারিবারিক কলহে তার ছেলে আলমগীরকে (১০) শ্বাসরোধ করে হত্যা করে পার্শ্ববর্তী কাঠলী বিলে ফেলে রাখেন। পরে স্ত্রী হাজেরা বেগমের বিরুদ্ধে থানায় জিডি করেন। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিহত শিশু আলমগীরের বাবাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় নিহত শিশু আলমগীরের মা হাজেরা বেগম বাদী হয়ে  মামলা করলে আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রোববার বাবা গিয়াস উদ্দিন এবং আবুচান মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের জেল প্রদান করেন।

মামলাটি রাষ্ট্র পক্ষে পরিচালনা করেন, অতিরিক্ত পিপি সাইফুল ইসলাম প্রদীপ এবং আসামি পক্ষে অ্যাড. মো. শিবলী সাদি।

কামাল হোসাইন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।