গায়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী আটক


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২২ জুন ২০১৫

গাইবান্ধা সদর উপজেলার খামার কচুয়া গ্রামের গৃহবধূ সুফিয়া খাতুনের (৩২) গায়ে গরম পানি ঢেলে দিয়ে হত্যাচেষ্টাসহ অমানুষিক নির্যাতন করেছেন স্বামী সাজু মিয়া। রোববার রাতে অভিযোগ পাওয়ার পর পুলিশ সাজু মিয়াকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী সাজু মিয়া, দেবর মুকুল মিয়া এবং সাজু মিয়ার ভাই রাজা মিয়ার স্ত্রী মঞ্জু রাণী পারিবারিক নানা ঘটনায় দীর্ঘদিন থেকে সুফিয়ার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। রোববার বিকেলে স্বামীর সঙ্গে ঝগড়াঝাটির এক পর্যায়ে স্বামীসহ অন্য আসামিরা সুফিয়া খাতুনকে নানাভাবে মারপিট করতে শুরু করেন।
 
একপর্যায়ে রান্নার কাজে ব্যবহারের জন্য এক পাতিল গরম পানি তার গায়ে ঢেলে দেয়া হয়। এ অবস্থায় তাকে কোনোরকম চিকিৎসার সুযোগ না দিয়ে বাড়িতে আটকে রাখা হয়। পরে সুফিয়া খাতুনের ভাই নুরুল ইসলাম, আলম মিয়া ও ভাবি জোহরা খাতুন বাড়িতে এসে গুরুতর আহতাবস্থায় সুফিয়া খাতুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পরে গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অমিত দাশ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।