গাইবান্ধায় সুফিয়া কামালের ১০৪তম জন্মবার্ষিকী পালিত


প্রকাশিত: ১১:২৩ এএম, ২৩ জুন ২০১৫

বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১০৪তম জন্মবার্ষিকী পালন করা হয়।

`সুফিয়া কামালের সাহিত্য: মানবতাবাদ ও নারীর অধিকার` এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমাতুর নুর ছড়া। পরে সুফিয়া কামালের সাহিত্য ও তার নারী আন্দোলনের বিষয় নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, লিগ্যাল এইড সম্পাদক নাজমা শওকত, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক লুৎফুন নাহার শর্মী, আন্দোলন সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, মাহমুদা খানম মিতা, ভাবনা, রুমি দেব প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাংগঠনিক সম্পাদক অঞ্জলী রাণী দেবী। বক্তারা সুফিয়া কামালের কর্ম ও সাহিত্য নিয়ে আলোচনা করেন।

অমিত দাশ/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।