মুন্সীগঞ্জে ইলিশ ধরার দায়ে ৯ জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২০ অক্টোবর ২০১৭

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন চরে অভিযান চালিয়ে ১২০ কেজি মা ইলিশ এবং ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

এ সময় ইলিশ শিকার, বিক্রি এবং পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৯ জেলের প্রত্যেককে সাতদিন করে কারাদণ্ড দেন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন জানান, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পদ্মা, মেঘনাসহ বিভিন্ন নদীতে মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ। ইলিশ রক্ষার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা তীরবর্তী বিভিন্ন চরে অভিযান চালানো হয়। এ সময় ১২০ কেজি মা ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

তিনি আরও জানান, জব্দকৃত মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া জালগুলো পদ্মা নদীর পাড়ে এনে পুড়িয়ে ফেলা হয়েছে।

এ সময় লৌহজং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।