শিমুলিয়ায় ২ ফেরিতে পারাপার শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:৩১ এএম, ২১ অক্টোবর ২০১৭
ফাইল ছবি

মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে শনিবার সকাল ৯টা থেকে দুইটি ফেরি দিয়ে যাত্রী ও হালকা যানবাহন পারাপার শুরু হয়েছে। তবে বৈরী আবহাওয়া এবং তীব্র ঢেউয়ের কারণে ব্যহত হচ্ছে ফেরি চলাচল।

সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাট এলাকায় ৭ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। এর আগে শুক্রবার রাত ১০টার পর থেকে সম্পূর্ণ বন্ধ থাকে ফেরি সার্ভিস।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরোজিৎ কুমার ঘোষ জানান, পদ্মার তীব্র ঢেউ এবং বৈরী আবহাওয়ার কারণে দুইটি ফেরি চলাচল করছে। শুক্রবার রাত থেকে নৌরুটে ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়া এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। শিমুলিয়া ঘাট এলাকায় সাত শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। তবে যাত্রীদের দুর্ভোগ নিরসনে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।