বান্দরবানের পর্যটন স্পট তিন্দু-রেমাক্রির যোগাযোগ বিচ্ছিন্ন


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৩ জুন ২০১৫

বান্দরবান পার্বত্য জেলায় ৩ দিনের টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধির কারণে থানছি উপজেলার অন্যতম পর্যটন স্পট তিন্দু ও রেমাক্রির নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নদী পথে যোগাযোগ ব্যবস্থা বিপদজনক হওয়ার কারণে মঙ্গলবার বিকেল থেকে জেলার থানছির নৌঘাট থেকে কোনো নৌযান দুর্গম তিন্দু ও রেমাক্রীর উদ্দ্যেশে ছেড়ে যায়নি।

উক্ত পর্যটন স্পটগুলোতে সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকার ফলে নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা।

থানছি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে  জাগো নিউজকে বলেন, বর্ষা মৌসুমে থানছির তিন্দু, রেমাক্রি বড়মদক, ছোটমদক ও নাফাকুম ভ্রমণ থেকে পর্যটকদের বিরত থাকা উচিত।

সৈকত দাশ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।