বন্ধ চালু ফের বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২১ অক্টোবর ২০১৭

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সকল নৌযান চলাচল ফের বন্ধ করে দেয়া হয়েছে।

বৈরী আবহাওয়া, পদ্মায় তীব্র স্রোত এবং ঢেউয়ের কারণে রাত থেকে এসব বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে সকালে ২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার অব্যাহত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেয়া হয়।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জসিম উদ্দিন জানান, শুক্রবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। শনিবার সকালে দুইটি ফেরি চললেও পরবর্তীতে তা পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।

তিনি আরো জানান, ঘাট এলাকায় প্রায় ৬ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। ফলে যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। কেউ কেউ বাধ্য হয়ে ঢাকায় ফিরে গেছেন।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।