ভোলায় বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত, নিখোঁজ ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:৩৮ এএম, ২২ অক্টোবর ২০১৭

ভোলার মনপুরায় বেড়িবাঁধ ভেঙে ছয় গ্রাম প্লাবিত হয়েছে। এতে নিখোঁজ হয়েছেন এলাকার তিন বাসিন্দা। নিখোঁজরা হলেন, ইলিয়াস, রুহুল আমিন ও রাহাত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার চৌধুরী বাজারের পূর্বপাশে ফকিরদোন এলাকার নবনির্মিত বেড়িবাঁধটির চারটি স্পটে ভেঙে যায়। এতে পূর্ব সোনারচর গ্রাম, নাইবেরহাট, পশ্চিম সোনারচর, চরজ্ঞান, পূর্বকুলাগাজীর তালুক, কলাতলীচর ও চরনিজাম গ্রাম প্লাবিত হয়েছে। পূর্ব সোনারচর গ্রামের একটি ঘরসহ তিন বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

কয়েকটি ট্রলার দিয়ে তাদের সন্ধান চালানো হয়েছে। পুরো বিষয়টি জেলা প্রশাসকে জানানো হয়েছে বলে জানান তিনি।

নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার দিনভরও অব্যাহত ছিল। এর ফলে ভোলা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এফএ/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।