অবশেষে পুলিশের অনুরোধে ফিরল ওরা
জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘদিনের মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার শপথ নিয়েছেন ১৬ মাদক ব্যবসায়ী। ইতোমধ্যে বকশীগঞ্জ থানায় আত্মসমর্পণ করে এই প্রক্রিয়া শুরু করেছেন তারা।
রোববার সকালে বকশীগঞ্জ থানায় হাজির হয়ে মাদক ব্যবসা না করার অঙ্গীকার করাসহ মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করেন মাদক ব্যবসায়ীরা। শপথ বাক্য পাঠ করান বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রুবেল মিয়া।
আত্মসমর্পণ করা মাদক ব্যবসায়ীরা হলেন সীমান্তবর্তী বগারচর ইউনিয়নের রামপুর গ্রামের লিয়াকত আলী (৬০), জৈনুদ্দিন মিয়া (৪৫), গোলাম মোস্তফা (৬০), আসলাম হোসেন বাজারু (৪০), মনোয়ার হোসেন (৫০), সাইফুল ইসলাম (৬০), আবদুর রশিদ (৪৫), রফিকুল ইসলাম (৩০), তুফানু মিয়া (৩৫), নুর মোহাম্মদ (৩৬), একই ইউনিয়নের সারমারা গ্রামের মো. স্বাধীন মিয়া (৪৫), উত্তর সারমারা গ্রামের মানিক মিয়া (৪৮), ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের ছাবেদ আলী (৫৫), আবু কাশেম (৫৫), পৌর এলাকার ঋষিপাড়া গ্রামের গোপাল ঋষির স্ত্রী বেলে ঋষি (৪৫) ও একই গ্রামের বানেশ্বর ঋষির স্ত্রী মেন্দি ঋষি (৪০)।
আত্মসমর্পণের পর বকশীগঞ্জ থানা পুলিশ এসব মাদক ব্যবসায়ীকে মিষ্টি খাইয়ে তাদের স্বাগত জানান। এসময় প্রত্যেককেই ভবিষ্যতে মাদক ব্যবসা ও মাদক সেবন না করার জন্য অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

আত্মসমর্পণের পর বগারচর ইউনিয়নের আবদুল মজিদের ছেলে মাদক ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, ‘আমি প্রায় ২০ বছর যাবৎ অবৈধভাবে মাদক পাচার করে আসছি। এতে আমি সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে চরম মূল্যহীন অবস্থায় জীবনযাপন করছি। তাই পুলিশের আহ্বানে সাড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছি।’
আরেক মাদক ব্যবসায়ী ছাবেদ আলী বলেন, নিজে আর মাদক বেঁচব না আর কাউকে মাদক বিক্রি করতেও দেব না।
বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রুবেল মিয়া জানান, আমরা দীর্ঘদিন ধরে এসব মাদক ব্যবসায়ীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন পন্থা অবলম্বন করে আসছি। অবশেষে আমাদের ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেন তারা।
শুভ্র মেহেদী/এমএএস/আরআইপি