শায়েস্তাগঞ্জে ১০ গ্রামবাসীর সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু


প্রকাশিত: ১০:১০ এএম, ২৪ জুন ২০১৫

শায়েস্তাগঞ্জে সংঘর্ষে ব্যবসায়ী আইয়ুব আলী নিহত হওয়ার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবুও সংঘর্ষের আশঙ্কা কাটছে না। জানা যায়, গত ১৭ জুন শায়েস্তাগঞ্জ পৌরসভার জংশন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১০ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় ইট পাটকেল নিক্ষেপে কমপক্ষে শতাধিক আহত হন।

সংঘর্ষ চলাকালে জংশনের প্লাটফর্মের দোকান থেকে বাড়ি যাওয়ার পথে দুইপক্ষের সংঘর্ষ শুরু হলে আইয়ুব আলীসহ শতাধিক লোক আহত হন। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসা চলাকালীন তার অবস্থার অবনতি হলে গত ৮ দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মঙ্গলবার রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত আইয়ুব আলী শায়েস্তাগঞ্জ পৌরসভার জগন্নাথপুর গ্রামের সুন্দর আলীর ছেলে। তার মৃত্যুর খবর শায়েস্তাগঞ্জে পৌঁছলে পরিস্থিতি অন্য দিকে মোড় নিতে থাকে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জাগো নিউজকে জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাতে পৌরসভার পূর্বলেঞ্জাপাড়ার জাহির মিয়া (২২) ও পূর্ব বড়চরের জুনাইদ মিয়ার (২০) মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের উভয়ের পক্ষ নিয়ে দুইদল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনার জের ধরে বুধবার আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।