শায়েস্তাগঞ্জে গাড়ি ছিনতাই মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ১০:১৬ এএম, ২৪ জুন ২০১৫
প্রতীকী ছবি

শায়েস্তাগঞ্জে একাধিক গাড়ি ছিনতাই মামলার পলাতক আসামি বাচ্চু মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের বড়বিল নামক হাওড়ে অভিযান চালিয়ে ছিনতাই মামলার আসামি বাচ্চু মিয়াকে গ্রেফতার করে।

এসময় তার ঘরে অভিযান চালিয়ে ১৫০পিস গাড়ির চাবি, গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের স্টিকার, নানা কোম্পানির সিমকার্ড উদ্ধার করা হয়। তিনি শায়েস্তাগঞ্জ থানার সদর ইউনিয়নের কদমতলী গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি গাড়ি ছিনতাইয়ের মামলা রয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।