মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
প্রতীকী ছবি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় মোটরসাইকেলর ধাক্কায় কলিম উদ্দিন (৮২) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার নেকমরদ আরডিআরএস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলিম উদ্দিন রানীশংকৈল উপজেলার ৮নং নন্দ ইউনিয়নের সন্দেরই গ্রামের মৃত সেন্নী খোয়ার ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায় , কলিম উদ্দিন বাইসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রানীশংকৈলে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সততা নিশ্চিত করেছেন।
রবিউল এহসান রিপন/আরএআর/জেআইএম