৬ মাস ধরে পানির নিচে বিদ্যালয়ের মাঠ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ২৪ অক্টোবর ২০১৭

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠটি গত ৬ মাস ধরে পানির নিচে নিমজ্জিত থাকায় খেলাধুলা ও সমাবেশ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতি বছর বর্ষাকালে এমন দুরবস্থা হলেও নজর নেই কর্তৃপক্ষের।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রয়না ভরট সরকার বাড়ি উচ্চবিদ্যালয়টি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে বর্তমানে প্রায় চারশ ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। কিন্তু ঐতিহ্যপূর্ণ বিদ্যালয়টিতে এখন পর্যন্ত সরকারিভাবে উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি।

মাঠটি বেশ খানিকটা নিচু হওয়ায় বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই সড়কসহ অন্যান্য স্থানের পানি গড়িয়ে বিদ্যালয় মাঠে এসে জমা হয়। এতে মাঠটি বছরের প্রায় ৬ মাস পানির নিচে নিমজ্জিত থাকে।

ফলে বছরের অর্ধেক সময় শিক্ষার্থীরা খেলাধুলাসহ নিয়মিত জাতীয় সংগীত পরিবেশন ও সমাবেশ করতে পারে না। শিক্ষার্থীসহ শিক্ষকদের পানি ডিঙিয়ে শ্রেণিকক্ষে যেতে হয়।

এতে তাদের জামা-কাপড় ভিজে যায়। দীর্ঘদিন মাঠে পানি জমে থাকায় ঘাসসহ বিভিন্ন দ্রব্যাদির পচা দুর্গন্ধে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। মাঠটি ভরাট করার জন্য একাধিক বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করলেও সমাধান হয়নি।

বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ ও নিয়ন জানায়, বছরের প্রায় ৬-৭ মাস মাঠে এক হাঁটু পানি জমে থাকে। এতে আমরা খেলাধুলাসহ স্বাভাবিক হাঁটাচলাও করতে পারি না। স্কুলে এসে সারাদিন ঘরবন্দি হয়ে থাকতে হয়।

এ বিষয়ে প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম জানান, মাঠে পানি জমে থাকায় নিয়মিত সমাবেশ, পাঠদানে সমস্যাসহ বিদ্যালয় পরিচালনায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি মাঠটি ভরাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, উপজেলা পরিষদের বরাদ্দ কম, তারপরও ধীরে ধীরে মাঠটি ভরাট করার চেষ্টা করা হবে। এছাড়া মাঠের জলাবদ্ধতা দূর করার জন্য একটি ইউড্রেন নির্মাণ করা হবে।

রেজাউল করিম রেজা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।