বকেয়া বিল পরিশোধের দাবিতে হবিগঞ্জ সড়ক বিভাগে তালা
বকেয়া বিল পরিশোধের দাবিতে হবিগঞ্জে সড়ক বিভাগে তালা দিয়েছেন ঠিকাদাররা। বৃহস্পতিবার দুপুরে ঠিকাদাররা অফিসের প্রধান গেইটে তালা দেন। এর আগে জেলা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অফিস থেকে বের করে দেয়া হয়।
বিক্ষুব্ধ ঠিকাদাররা জানান, বিগত কয়েক বছর ধরে তাদের কাজের টাকা বকেয়া রয়েছে। ইতিমধ্যে এ টাকার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটিতে। অনেক আগেই কাজ শেষ হলেও বছরের পর বছর ধরে ঠিকাদাররা টাকা পাচ্ছেন না। এ অবস্থায় তাদেরকে জমানো টাকা ভেঙে সংসার চালাতে হচ্ছে। যদি তাদের টাকা অবিলম্বে প্রদান করা না হয় তবে তারা আরও কঠোর আন্দোলনে নামার হুশিয়ারি দেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিনিয়র ঠিকাদার মো. শরীফ উল্লাহ, মো. মিজানুর রহমান শামীম, তুষার চৌধুরী, মনিরুজ্জামান খান, তাজ উদ্দিন, মনির হোসেন, সুলতান মাহমুদ প্রমুখ।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন বলে জানান।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমজেড/আরআই