বান্দরবান-চট্টগ্রাম সড়ক যোগাযোগ আবারো বিচ্ছিন্ন


প্রকাশিত: ১০:২৪ এএম, ২৫ জুন ২০১৫

৪ দিনের টানা বর্ষণে বান্দরবান-কেরানীহাট সড়ক বড়দুয়ারা এলাকায় প্লাবিত হওয়ার কারণে বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রবল বর্ষণে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বন্যা। এতে বহু ঘর-বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। পানিতে নিমজ্জিত হয়ে আছে বিস্তীর্ণ এলাকা।

বৃহস্পতিবার দুপুর ১১টার পর থেকে জেলা শহর থেকে কোনো বাস ছেড়ে যায়নি। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে পর্যটকসহ সাধারণ মানুষরা পড়েছেন ভোগান্তিতে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার রাতে প্রবল বর্ষণের কারণে বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এতে লক্ষাধিক পানিবন্দী মানুষ চরম দুর্দশার মধ্যে পড়েছেন। তলিয়ে গেছে রাস্তা-ঘাটসহ স্বাস্থ্য কমপ্লেক্স, স্কুল কলেজ ও মাদ্রাসা। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। বাড়িতে পানি উঠায় এখানকার মানুষ এখন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র বন্যার পানিতে ডুবে যাওয়ায় ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন না বন্যা কবলিত এলাকার মানুষ।

বান্দরবান সহকারী কমিশনার মো. শামীম হোসাইন জাগো নিউজকে জানান, বন্যার্তদের সাহায্যের জন্য পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ আছে। জেলায় ৫টি সহ উপজেলাগুলোতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

সৈকত দাশ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।