টেকনাফ সড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:১১ এএম, ২৭ অক্টোবর ২০১৭

কক্সবাজার-টেকনাফ আরকান সড়কে ট্রাক ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার সকাল ৮টায় আরকান সড়কের রামুর রাবেতা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদুল হক (৩০) রামুর খুনিয়াপালং এলাকার ঠাণ্ডা মিয়ার ছেলে ও পেশায় সবজি ব্যবসায়ী। তবে অপরজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

কক্সবাজারের রামু হাইওয়ে পুলিশের পরিদর্শক মুজাহিদুল ইসলাম জানিয়েছেন, সকাল ৮টায় টেকনাফগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই পিকআপে থাকা ২ জন নিহত হন। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।