শরীয়তপুরে নবীন বরণ অনুষ্ঠান মাতালেন চলচ্চিত্র শিল্পীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৭ অক্টোবর ২০১৭

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক কর্তৃক প্রতিষ্ঠিত শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মজিদ জরিনা ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে সন্ধ্যায় প্রাণ ফ্রুটোর সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চলচ্চিত্র শিল্পীরা নাচে-গানে দর্শকদের মাতিয়ে তোলেন।

jagonews

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক প্রধান অতিথি ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম সিদ্দিক, শরীয়তপুর জেলার পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, মাদারীপুর জেলার পুলিশ সুপার সারোয়ার হোসেন, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইয়াসমিন, মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান ডা. আলমগীর মতি প্রমুখ উপস্থিত ছিলেন।

jagonews

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়ক ইমন, সাইমন, চিত্রনায়িকা পপি, সারিকা এবং শিল্পী প্রতীক হাসান উপস্থিত ছিলেন ।

ছগির হোসেন/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।