পিরোজপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত


প্রকাশিত: ০৯:১৪ এএম, ২৬ জুন ২০১৫

`আসুন, মাদকমুক্ত অর্থবহ জীবন, সমাজ ও সত্তার বিকাশ নিশ্চিত করি` এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মানিক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী।

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. শামসুল আলম, সদর ইউএনও মোহাম্মদ জামাল হোসেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অনন্ত চাকমা ও এরিক নির্বাহী পরিচালক মো. মাইদুল ইসলাম প্রমুখ।

হাসান মামুন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।