সন্ত্রাস-নাশকতাকারীরা রেহাই পাবে না : অতিরিক্ত মহাপরিদর্শক


প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৬ জুন ২০১৫

গাইবান্ধায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বলেছেন, গত ৫ ফেব্রুয়ারির নির্বাচন থেকে শুরু করে এ পর্যন্ত যারা সন্ত্রাস-নাশকতা করে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন, তাদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। পুলিশ তাদের গ্রেফতারে সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে ব্রহ্মপুত্র নদে পোনা মাছ অবমুক্তকরণ উৎসবের উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।  

অতিরিক্ত পুলিশ মহা-পরিদর্শক মোখলেসুর রহমান দেশীয় প্রজাতির প্রায় দু`লাখ বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন। গাইবান্ধা জেলা পুলিশ ওই কর্মসূচির আয়োজন করে। এসময় গাইবান্ধাসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপার, গাইবান্ধা জেলা প্রশাসক, গাইবান্ধা পৌর মেয়র, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ, রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল লতিফ প্রধান প্রমুখ। পরে অতিরিক্ত মহা পরিদর্শক মোখলেসুর রহমান গাইবান্ধা পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন।

অমিত দাশ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।