পুলিশ কনস্টেবলের ১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ৩১ অক্টোবর ২০১৭

চেক প্রতারণার দায়ে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) এক কনস্টেবলকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে বরিশালের যুগ্ম-জেলা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. আবু সালেহ মামলার নথির বরাত দিয়ে জানান, কনস্টেবল শফিকুল ইসলাম অগ্রণী ব্যাংক বরিশাল নগরীর চকবাজার শাখা থেকে ১ লাখ টাকা ঋণ নেন।

ওই ঋণ পরিশোধ না করায় সুদাসলে ব্যাংকের মোট পাওনা হয় ১ লাখ ৬৯ হাজার টাকা। ঋণ পরিশোধের জন্য ব্যাংক থেকে বারবার তাগাদা দেয়ায় ২০১৩ সালের ১৬ এপ্রিল কনস্টেবল শফিকুল ইসলাম ব্যাংক কর্তৃপক্ষকে একটি চেক প্রদান করেন। সংশ্লিষ্ট হিসাব নম্বরে টাকা না থাকায় ওই চেক ব্যাংক থেকে প্রত্যাখাত হয়।

পরে ব্যাংক কর্তৃপক্ষ শফিকুল ইসলামের বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করেন। ১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত কনস্টেবল শফিকুলকে এক বছরের কারাদণ্ড ছাড়াও ঋণ পরিশোধের নির্দেশ দেয়।

সাইফ আমীন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।