মোরেলগঞ্জে ৩শ পরিবার পানিবন্দি
টানা বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে বাগেরহাটের মোরেলগঞ্জ সদরসহ ৭ গ্রামের ৩শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। একই সাথে বন্দি অবস্থায় রয়েছে ওইসব পরিবারের হাঁস, মুরগিসহ গবাদি পশুও। গাবতলা, সিংজোড় এলাকায় দুই কিলোমিটার বেড়িবাঁধ ও উত্তর সুতালড়ী গ্রামে দুই কি.মি. কাঁচা রাস্তা ধসে গেছে। নদীর ভাঙনও বেড়েছে। কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর শ্রেণির লোকেরা।
মোরেলগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান এইচ এম মাহমুদ আলী বলেন, তার ইউনিয়নের গাবতলা ও কাঠালতলা গ্রামের ২শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। নদীর তীরবর্তী ১ কি.মি কাঁচা রাস্তা ধসে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে ওই এলাকার আরো ২ শতাধিক পরিবার ও গবাদি পশু।
চিংড়াখালী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম জানান, সিংজোড় চন্ডিপুর থেকে গোপালপুর পর্যন্ত নদীর তীরবর্তী ১ কি.মি কাঁচা বেড়িবাঁধ বেড়ে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে সিংজোড় বাজারসহ শতাধিক পরিবার।
বারইখালী ইউনিয়ন চোরম্যান মো. আউয়াল খাঁন মহারাজ জানান, উত্তর সুতালড়ী গ্রামের নদীর তীরবর্তী কাসেম হাওলাদার ও ইদ্রিস হাওলাদারের ত্রানের ঘর ভেঙে পড়েছে। কাটাখালের পুল হতে এসবি বাজার পর্যন্ত ৪ কি.মি কাঁচা রাস্তা ধসে গেছে। এই এলাকার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ২শ পরিবার এখন যোগাযোগ বিচ্ছিন্ন বলেও চেয়ারম্যান জানান।20150627212110.jpg)
এ ছাড়াও নদীর তীরবর্তী কুমারখালী, খাউলিয়া, সন্ন্যাসী, পাঠামারা, বদনীভাঙ্গা, শ্রেণিখালী, ফুলহাতা, ঘষিয়াখালী, পঞ্চকরণ, কুমারিয়াজোলাসহ ২০টি গ্রাম জোয়ারের পানিতে দিনে দু’বার প্লাবিত হচ্ছে। দুর্যোগপূর্ণ এ আবহাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শওকত আলী/এমএএস/আরআইপি