৫ম শ্রেণির ছাত্রীকে বিয়ে দেয়ায় ইমামের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৩৬ এএম, ০২ নভেম্বর ২০১৭

ঝিনাইদহ শহরের পবহাটি নিকারীপাড়ায় ১২ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে মসজিদের ইমাম শিহাব উদ্দিন ও মাতব্বর আব্দুল মজিদকে একমাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত ইমাম শিহাব উদ্দিন পবহাটি এলাকার জাহান আলীর ছেলে ও আব্দুল মজিদ একই এলাকার আব্দুল আজিজের ছেলে।

আদালতের বিচারক জানান, ৫ম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে বিয়ে দেয়া হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বিয়ে পড়ানো ও সহযোগিতা করার অপরাধে স্থানীয় মসজিদের ইমাম শিহাব উদ্দিন ও মাতব্বর আব্দুল মজিদকে একমাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী, ঝিনাইদহ সদর থানার এসআই কবির হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।