ভারতে পাচারকালে স্বর্ণের বারসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:৪৮ এএম, ০৩ নভেম্বর ২০১৭
ফাইল ছবি

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদাঁড়ি সীমান্ত থেকে চারটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

আটকরা হলেন, সদর উপজেলার লক্ষিদাড়ি গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া খাতুন (৩৩) ও লক্ষ্মীপুর জেলার রামগড় উপজেলার বলরা গ্রামের জাকির হোসেনের ছেলে আব্দুল মান্নান (২৭)।

শুক্রবার সকালে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাঁড়ি সীমান্ত এলাকা থেকে স্বর্ণসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়।

বিজিবির ভোমরা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার নুরুল হক জাগো নিউজকে জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের অভিযান চালানো হয়। অভিযানকালে চারটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।