ঝিনাইদহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১০:০৭ এএম, ০৩ নভেম্বর ২০১৭

ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ করেছে এই খেলা। খেলোয়াড়দের নানা শারীরিক কসরত দেখে মুগ্ধ হয়েছেন তারা।

কালের বিবর্তণে হারিয়ে যেতে বসা একটি খেলার নাম লাঠি খেলা। ঝিনাইদহ সদর উপজেলার ভগবাননগর গ্রামে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে দুই-দিন ব্যাপী লাঠি খেলা প্রতিযোগিতা।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এলাকার চেয়ারম্যানের সহযোগিতায় ভগবাননগর গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় এ খেলা। ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার ৩৫টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম স্থান অধিকার করে হরিনাকুন্ডু উপজেলার আতিয়ার সরদারের দল।

দর্শক রহিম মিয়া জানান, লাঠি খেলা দেখে খুব মজা পেয়েছি। পরবর্তী প্রজন্মের কাছে পরিচিত করে দিতে প্রতিবছরই যেন খেলার আয়োজন করা হয়।

লাইঠাল ইসাহাক জানান, খেলা দেখে মানুষ আনন্দ পায়। আর তাদের আনন্দ দেখে আমরাও আনন্দিত হই। তাই এ খেলা করি।

সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ও লাঠি খেলার আয়োজক হিয়া খান হোসেন লিকু জানান, অতীত ঐতিহ্যকে ধরে রাখতেই এ আয়োজন। প্রতিবছরই লাঠি খেলায় প্রচুর লোকের সমাগম হয়। বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্যই এ লাঠি খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আহমেদ নাসিম আনসারী/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।