ঝিনাইদহে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১০:০৫ এএম, ০৪ নভেম্বর ২০১৭

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় হাসনা ক্লিনিকে চিকিৎসকের ভুল চিকৎসায় আকলিমা খাতুন (৪০) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১১টার দিকে সিজার করার সময় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মৃতের স্বজনরা চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে ক্লিনিকটি ঘেরাও করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আকলিমা খাতুন একই উপজেলার আড়পাড়া গ্রামের আবদুল মাজেদের স্ত্রী।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কালীগঞ্জ শহরের হাসনা ক্লিনিকে গতকাল রাতে প্রসূতি আকলিমা খাতুনকে ভর্তি করা হয়। আজ বেলা ১১টার দিকে সিজার করার সময় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রসূতির স্বজনরা ক্লিনিকটি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।