রাজশাহীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, যুবক আটক
রাজশাহীর তানোরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে কাউছার আহাম্মদ (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বিনোদপুর এলাকা থেকে তানোর থানা পুলিশ তাকে আটক করে।
আটক কাউছার আহাম্মদ উপজেলার আমশো মথুরাপুর সরদারপাড়ার আবু তালেব উদ্দিনের ছেলে।
পুলিশের জানায়, ওই যুবক নিজেকে তানোর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান-২ বলে পরিচয় দেন। ওই পরিচয়ে বিনোদপুর কামারপাড়ায় এক নারী মাদক ব্যবসায়ীর কাছে চাঁদাও দাবি করেন তিনি। অন্যথাায় মামলায় ফাঁসানোর হুমকি দেন। এ সময় তিনি স্থানীয় এক যুবককেও আটক করেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে তানোর থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নেয়।
তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, মোটরসাইকেলসহ ওই যুবককে আটক করা হয়েছে। তিনি পুলিশ পরিচয়ে স্থানীয় এক যুবককে আটক ও আরেক মাদক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমএস