গাংনীতে বোমা বিস্ফোরণে স্কুলছাত্র গুরুতর আহত
মেহেরপুরের গাংনীতে বোমা বিস্ফোরণে রাফিউজ্জামান (১১) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাফিউজ্জামান তেঁতুলবাড়িয়া গ্রামের আকামত হোসেনের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
বাড়ির মালিক ও মেহেরপুর জেলা জজ কোর্টের আইনজীবী মোশাররফ হোসেন জানান, বাড়ির একপাশে পরিত্যক্ত গোলা ঘরে (ধান রাখার স্থান) হাঁস পালন করা হতো। প্রতিদিনের ন্যায় তার ভাতিজা রাফিউজ্জামান পালিত হাঁসের ডিম সংগ্রহ করতে গিয়ে গোলাঘরের মধ্যে একটি কৌটা দেখতে পেয়ে সেটা হাতে নিতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রাফিউজ্জামানের চোঁখসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহত রাফিউজ্জামানকে আহতবস্থায় প্রথমে সন্ধানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।
মেহেরপুর গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আসিফ ইকবাল/এমএএস/আইআই