ভোলায় বিকাশ কর্মীর ১৭ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৬ নভেম্বর ২০১৭
ফাইল ছবি

ভোলার চরফ্যাশন উপজেলায় বিকাশ এজেন্টের এক কর্মীর কাছ থেকে ১৭ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখনও টাকা উদ্ধার করতে পারেনি। তবে সোমবার দুপুরে সন্দেহভাজন হিসেবে বিকাশ এজেন্টের কর্মী নিজাম উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ভোলার চরফ্যাশন বিকাশ শাখার ডিএসও নিজাম উদ্দিন জানান, রোববার দুপুরে চরফ্যাশন পূবালী ব্যাংক শাখা থেকে ১৭ লাখ ৫ হাজার টাকা নিয়ে চরফ্যাশনের আঞ্জুর হাটের বাবুর হাট মার্কেটে এজেন্টদের কাছে নিয়ে যাচ্ছিলেন নিজাম উদ্দিন। বিকেল ৩টার দিকে কাশেমগঞ্জ বাজারের কাছে পাটোয়ারি বাড়ির সামনে একটি মোটরসাইকেল নিয়ে তিনজন আরোহী তার গতি রোধ করে টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

বিকাশ কর্মী নিজাম উদ্দিন জানান, তার গলায় ছুরি ধরে ব্যাগ ভর্তি ১৭ লাখ ৫ হাজার টাকা ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় এওয়াজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার শাহাবুদ্দিন ছিনতাইকারীদের ধাওয়া করেন। কিন্তু তাদের আটক করতে পারেননি।

এদিকে এ ঘটনায় চরফ্যাশন বিকাশ অফিসের হিসাব রক্ষক সোলায়মান সাগর বাদী হয়ে রোববার রাতে চরফ্যাশনের শশীভূষন থানায় অজ্ঞাতদের আসামি করে ছিনতাই মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ বিকাশ কর্মী নিজাম উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।

শশীভূষন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার জানান, এ ঘটনায় সন্দেহ ভাজন হিসেবে বিকাশ কর্মী নিজামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আদিল হোসেন তপু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।