ফেনসিডিল-ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বজলুর রশিদ নান্নুকে (৪৬) ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বজলুর রশিদ নান্নু কালীগঞ্জ উপজেলা ফয়লা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে অভিযান চালানো হয়।
এ সময় বজলুর রশিদ নান্নুর অফিস তল্লাশি করে ৯৬ পিস ইয়াবা, ১ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ২৭৭০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। অভিযানে এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান ও সাইদুল হক উপস্থিত ছিলেন।
আহমেদ নাসিম আনসারী/এএম/আইআই