বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
মানিকগঞ্জে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে গলাকেটে হত্যা মামলার একমাত্র আসামি আবুল ফকিরকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের নাগরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সরফদি নগর গ্রামে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী বৃষ্টি আক্তারকে (১৫) গলাকেটে হত্যা করে তিন সন্তানের জনক আবুল ফকির। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
এ ঘটনায় নিহত বৃষ্টি আক্তারের মা আকলিমা বেগম বাদী হয়ে আবুল ফকিরকে একমাত্র আসামি করে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন।
বি.এম খোরশেদ/এএম/জেআইএম