গাংনীতে বিএনপি কার্যালয়ে আ.লীগের হামলা, ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৭:০৮ এএম, ০৭ নভেম্বর ২০১৭

মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল ১০টার দিকে এ হামলা করে।

এ সময় অফিসের নিচে থাকা দুইটি মোটরসাইকেলে ভাঙচুর করা হয়। ইটপাটকেল নিক্ষেপে অফিসের জানালার গ্লাস ভেঙে যায়। হামলার সময় অফিসের ভেতরে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক এমপি আমজাদ হোসেনসহ নেতাকর্মীরা আটকে পড়েন। পরে পুলিশের সহায়তায় নেতার্কীরা নিরাপদে চলে যায়।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

Meherpur-BNP-office-attack

মেহেরপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের লক্ষ্যে কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হন। এ সময় উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে ৩০-৪০ জন অফিসে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। মোশাররফ হোসেন রিভালভার দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন বলেও অভিযোগ করেন আমজাদ হোসেন।

তবে গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন বলেন, নাশকতার পরিকল্পনা নিয়ে বিএনপির নেতাকর্মীরা অফিসের জড়ো হয়। এর প্রতিবাদ করা হয়েছে।

আসিফ ইকবাল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।