শরীয়তপুরে প্রতিপক্ষের হামলায় ইমামসহ আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৭ নভেম্বর ২০১৭

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক মসজিদের ইমামসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের দক্ষিণ কেবল নগর গ্রামের ছালাম বেপারীর দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাওলানা ফরিদ কোতোয়াল (৪০), আনোয়ার ফকির (৪২), জাকির হোসেন দেওয়ান (৫৫), ইউনুস মুন্সী (৪৫) ও ইউসুফ মুন্সী (৩৮)।

টাউন চিকন্দী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রশিদুল বাড়ি বলেন, চাচা-ভাতিজার সঙ্গে দীর্ঘদিন ধরে সীমানার গাছ ও জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছে।

মঙ্গলবার সকালে রতন ফকিরের লোকজন আনোয়ার ফকিরের ওপর হামলা চালায়। এতে আনোয়ার ফকিরসহ পাঁচজন আহত হয়। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে ফাঁড়িতে এনেছি। এ ঘটনায় পালং মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

মো. ছগির হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।