দেবহাটার একটি ইউপি চালাচ্ছেন ভারতীয় নাগরিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৭ নভেম্বর ২০১৭

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন একজন ভারতীয় নাগরিক। তিনি বর্তমানে প্যানেল চেয়ারম্যান। অপরদিকে, ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলাম দিনের পর দিন কুয়েতে বসবাস করছেন। তার অনুপস্থিতিতে তার ভাই ইউপি সদস্য আসাদুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান বিকাশ সরকার দুইজনে পরিষদে নানা দুর্নীতিও করছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে কুলিয়া ইউনিয়নের জনগণের পক্ষে সাতক্ষীরা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে লিখিত এমন অভিযোগ করেন সাবেক সদস্য মোশাররফ হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্যানেল চেয়ারম্যান ভারতীয় নাগরিক বিকাশ সরকার একজন ফেনসিডিল চোরাচালান মামলার আসামি। বাংলাদেশে তার কোনো ভিটেমাটি নেই। ভাড়া বাড়িতে বসবাস করেন। সত্য গোপন করে তিনি ইউপি সদস্য হয়েছেন। বিকাশ সরকারের ভারতীয় নাম দেবাশীষ সরকার। বাবার নাম নির্মল চন্দ্র সরকার ও মা ভগবতী সরকার। পশ্চিমবাংলার বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের ভোটার তারা। তাদের বাড়ি নং ০১৮৭, বিকাশ সরকার ওরফে দেবাশীষের ভোটার নম্বর ৯৮৩।

তবে এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান বিকাশ সরকার এসব অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে জানান, আমি জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক। কে কীভাবে আমাকে ভারতীয় নাগরিক বানালো তা আমার জানবার বিষয় নয়।

চেয়ারম্যান দীর্ঘদিন দেশের বাইরে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান বিভাগীয় কমিশনারের অনুমতি নিয়ে দেশের বাইরে গেছেন। নিয়মিত ছুটিও নিয়েছেন তিনি।

জাল-জালিয়াতির অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, চেয়ারম্যান ও তার বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল গফফার, বর্তমান সদস্য রবিউল ইসলাম ও গ্রামবাসীর পক্ষে আবদুল হামিদ, শফিকুল ইসলাম, আবদার হোসেন, আবুল কাসেম, রমজান আলি, আবদুর রহিম, কৌশিক সরকার, মোমিন খাঁ, ক্ষিতীশ সরকার, গোষ্ঠ দাস, মুজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আকরামুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।