কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৪৪ এএম, ০৮ নভেম্বর ২০১৭

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার সল্লা ইউনিয়নের হাতিয়া ও কামাক্ষার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের কি ম্যান জুলফিকার জানান, বিকেলে উপজেলার হাতিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির ও সন্ধ্যায় কামাক্ষার মোড়ে ঢাকাগামী ভারতের মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়।

আরিফ উর রহমান টগর/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।