ঝিনাইদহে নকল আজিজ বিড়ি কারখানার সন্ধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০১:৪২ পিএম, ০৮ নভেম্বর ২০১৭

 

ঝিনাইদহে একটি নকল বিড়ি কারখানা থেকে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল ও বিড়ি তৈরির উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামে অভিযান চালিয়ে এসব উপকরণ জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, কালীগঞ্জের দেবরাজপুর গ্রামের শাজাহান নামের এক ব্যক্তি অনেকদিন ধরে নকল আজিজ বিড়ি তৈরি ও জাল ব্যান্ডরোল ব্যবহার করে বাজারজাত করে আসছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের জাল ব্যান্ডরোল ও ৫০ লাখ টাকার বিপুল পরিমাণ বিড়ি তৈরির উপকরণ জব্দ করা হয়। পরে ব্যান্ডরোল কাস্টমসে জমা দেয়া হয় এবং বিড়ি তৈরির উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়।

আহমেদ নাসিম আনসারী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।