মেলান্দহে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১০:০৪ এএম, ০৯ নভেম্বর ২০১৭
প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহ উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও চারজন।

নিহতরা হলেন- শেরপুর জেলার কুলুরচর ব্যাপারিপাড়া গ্রামের ছামাদ মিয়ার ছেলে বিপ্লব (২৫) এবং একই গ্রামের আজম উদ্দিনের মেয়ে কনিকা (৭)।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, বৃহস্পতিবার দুপুরে জামালপুর থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পরিবারসহ মেলান্দহের দুরমুঠ শাহ কামালের মাজারে যাচ্ছিল।

যাওয়ার পথে মেলান্দহের মালঞ্চ এলাকায় পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে কনিকা ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অটোরিকশাচালক বিপ্লবসহ ৫ জন আহত হলে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। আহতদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিপ্লবের মৃত্যু হয়।

শুভ্র মেহেদী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।